# ২০১৩ সালের ২৩শে অগাস্ট #BMC_Public_Health নামে আমেরিকা হতে প্রকাশিত একটি জার্নালে গুরত্বপূর্ণ এক গবেষণা পত্র প্রকাশিত হয়। ( Issue -13. Article Number-773)এই গবেষনায় ৫০ বছরের বেশী বয়সী একদল মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে একটা গ্রুপ সপ্তাহে অন্তত একবার কোন মঙ্গলজনক কার্যে নিজের আয় হতে দান করেন,- আরেকদল মানুষ কোন দান কর্মে যুক্ত নন। পাঁচ বছর এই দুটো গ্রুপের মানুষকে পর্যবেক্ষণমূলক গবেষণা করা হয়। দেখা গেছে যারা সপ্তাহে অন্তত একবার কোন মঙ্গলজনক কার্যে দান করে অভ্যস্ত তাদের মৃত্যুর সম্ভাবনা অন্য গ্রুপটির তুলনায় ৪৪% কম পরিলক্ষিত । মোদ্দাকথা,- নিত্য কোন মঙ্গলজনক কর্মে নিজের আয় হতে দান করলে মৃত্যুর ঝুঁকি কমে