ঝরাপাতা - 43

  • 60

ঝরাপাতাপর্ব - ৪৩মিলি জানে না, সবটাই গোপাকে মণিকা আর পিউ শিখিয়ে রেখে গেছে, এদের দুজনের মনের খবর পাওয়ার জন্য। আর জানে না বলেই মিলি ভদ্রতার খাতিরে রনিদাকে দেখতে ও বাড়িতেই চলে গেল। আজই মিলিকে এরা আনতে পারবে নিশ্চিত না হলেও পিউ তৈরি ছিল। দুচার কথার পরই বলে বসল, "চলো ভাইকে দেখে আসবে।" তিনজনই ওর সঙ্গে রনির ঘরে আসে। রনিও এদের প্ল্যানের ব্যাপারে কিছুই জানে না। তাই এদের দেখে ভীষণরকম বিব্রত হয়ে পড়ে, বিশেষ করে সমরকে নিয়ে। বসুন বসুন বলে সবাইকে বসতে দিয়ে নিজে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। গোপাই প্রথম কথা বলে, "কেমন আছ রনি? শরীর খারাপ হয়েছে আমরা জানতেই পারিনি।"-