দীর্ঘাঙ্গী বান্ধবী

(2)
  • 19.3k
  • 1
  • 6.8k

শেষ মুহূর্তে ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায় বলুন তো? তাও আবার কলকাতা থেকে শিলিগুড়ি । কিন্তু অফিসের ম্যানেজারকে কে বোঝাবে ? সকাল বেলাতেও কিছু বলেননি। দুপুর একটার সময় চেম্বারে ডেকে বলছেন , "সুমিত, একটা বড় অর্ডারের খবর আছে শিলিগুড়িতে । তুমি একটা কাজ করো, আজ রাতের ট্রেনেই চলে যাও। আমি এই ফাইলে সব ডকুমেন্ট , আমাদের অফার , ক্যাটালগ সব দিয়ে দিয়েছি সেক্রেটারিকে দিয়ে । তুমি একবার পড়ে নাও। যেটা বুঝতে পারবে না, আমাকে জিজ্ঞেস করে নিও। ক্যাশিয়ারের কাছ থেকে টাকা তুলে নিয়ে বেরিয়ে পড়ো। ট্রেনের টিকিট কেটে এখন বাড়ি চলে যাও। তোমার ব্যাগ ট্যাগ গুছিয়ে নাও। তিন চারদিন লাগতে পারে

নতুন পর্ব : : Every Sunday

1

দীর্ঘাঙ্গী বান্ধবী - 1

উনি উঠে দাঁড়াতে তখন বুঝলাম ওনার অসুবিধেটা কোথায় হচ্ছে। উনি বেশ লম্বা। মানে, ভারতীয় মেয়েদের আন্দাজে একটু বেশীই লম্বা। পাশে দাঁড়াতে আন্দাজ করলাম বোধহয় পাঁচ ফুট দশ ইঞ্চি কি একটু বেশি তো হবেই । আমার মাথা ওনার থুতনির কাছাকাছি পৌঁছচ্ছে।...ভদ্রমহিলা আমার পেছনে দাঁড়িয়ে দেখছিলেন। তারপর দেখি, উনি আমার মাথার ওপর দিয়ে হাত বাড়িয়ে দিয়ে অন্যদের ব্যাগগুলো একটু সরিয়ে সরিয়ে আমার ব্যাগের জায়গা করে দিলেন। তারপর আমার হাত থেকে ব্যাগটা নিয়ে, আমার মাথার ওপর দিয়েই তাকের ওপর আমার ব্যাগটা রেখে দিলেন ...আরও পড়ুন

2

দীর্ঘাঙ্গী বান্ধবী - 2

আমার চোখটা বোধহয় লেগে গিয়েছিল। বাসটা একটা বাম্পে পড়তে সজাগ হয়ে গেলাম। আমি এখনও চাদরের তলায় মাথা পর্যন্ত মুড়ি যুথিকার কোলের ওপর বসে আছি। বাসের সিটটা হেলান দেওয়া আছে বলে, আমি আসলে ওর গায়ের ওপর শুয়েই আছি। আমার মাথাটা ওর বুকের ওপর। ও আমার চেয়ে এতটাই লম্বা যে বুঝতে পারছি, আমার পায়ের পাতাটা ওর গোড়ালিও ছুঁতে পারেনি ।... ...আরও পড়ুন