পাঞ্জাবি বাড়িউলি

(1)
  • 9.6k
  • 0
  • 3.9k

সবে সবে আমার চন্ডিগড় ট্রান্সফার হয়েছে । একটা প্রমোশন ও পেয়েছি। আমি এখন ডেপুটি ম্যানেজার। আমাদের কোম্পানি বেশ নামকরা । ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং আর মার্কেটিং করে আমাদের কোম্পানি । আমি কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্টটার ইনচার্জ । ( কিছু কিছু কথার আর বাংলা তর্জমা করলাম না। এইগুলো ইংলিশে বলা আর শোনা আমাদের দৈনন্দিন কথোপকথনের অঙ্গ হয়ে গেছে। )আমি ব্যাচেলর , 36 বছর বয়স। বাবা , মা বিয়ের কথা বলতে বলতে ছেড়ে দিয়েছেন। আর বলেন না । বাবা রিটায়ার করেছেন, মা গৃহবধূ । ওরা কলকাতায় থাকেন আমাদের আদি বাড়িতে। ছোটো বোনের কাছাকাছিই বিয়ে হয়েছে। সেই দেখাশোনা করবে বাবা, মাকে। আসলে ট্রান্সফার

নতুন পর্ব : : Every Saturday

1

পাঞ্জাবি বাড়িউলি - 1

সিমরানের হাঁসি বন্ধ হয়না । বলছে, "আরে দাঁড়ান আমি এবার দেখি, আপনাকে আমার কোলে কেমন দেখাচ্ছে । "বলে আমায় নিয়ে এগিয়ে গেলো ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে। আয়নায় দেখে বলছে, " আরে দেখুন দেখুন , আপনাকে তো আমার কোলে একদম বাচ্ছা ছেলের মতন লাগছে ।" বলে , একবার সামনে হয়ে, একবার পাস ফিরে আমায় কোলে তুলে ঘুরে ঘুরে আয়নায় দেখছে। আর হেঁসে গড়িয়ে পড়ছে । আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। একজন মধ্যবয়সী ভদ্রমহিলা আমার মত প্রাপ্তবয়স্ক পুরুষকে কোলে তুলে নিয়ে, আয়নার সামনে নিজেকে ঘুরে ঘুরে দেখছে... ...আরও পড়ুন