ছোটো মালকিন

(6)
  • 22.6k
  • 2
  • 10.5k

বেশ কয়েক মাস হল আমি এই শহরে এসেছি। একটা ছোট কোম্পানির বড় ম্যানেজার আমি। বড় ম্যানেজার মানে আর কিছুই না, মানে কোম্পানির মালিকের পরে এই ব্যবসাটা আমারই দায়িত্বে । একটা গালভরা নামও আছে আমার পদের - জেনারেল ম্যানেজার। আসলে মালিক মানে মিস্টার আগরওয়ালের আসল ব্যবসা কাপড়ের। বেশ বড় কারবার, অনেক দিনের। তা উনি একটু অন্য কিছুর ব্যবসায় invest করার প্ল্যান করছিলেন। আজকাল যেরকম বড় ব্যবসায়ীরা diversify করে না, সেরকম। আর সেই সূত্রেই আমার সঙ্গে পরিচয়। আসলে আমি এর আগে ছিলাম এক বড় কোম্পানির ডেপুটি ম্যানেজার। ওই ইংরিজিতে একটা কথা আছে না, 'Small fish in a Big pond', তাই ছিলাম আমি। আমার ওপর এত সিনিয়র লোকেরা ছিলেন, তার ওপর অফিস পলিটিকস, বসের yes-man হওয়া… আমি ওপরে ওঠার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না।

1

ছোটো মালকিন - 1

প্রিয় পাঠক - গল্পটা ভালো লাগলে লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন.. তাহলে দ্বিতীয় পর্ব লিখবো ...লেখক....... বেশ কয়েক মাস আমি এই শহরে এসেছি। একটা ছোট কোম্পানির বড় ম্যানেজার আমি। বড় ম্যানেজার মানে আর কিছুই না, মানে কোম্পানির মালিকের পরে এই ব্যবসাটা আমারই দায়িত্বে । একটা গালভরা নামও আছে আমার পদের - জেনারেল ম্যানেজার। আসলে মালিক মানে মিস্টার আগরওয়ালের আসল ব্যবসা কাপড়ের। বেশ বড় কারবার, অনেক দিনের। তা উনি একটু অন্য কিছুর ব্যবসায় invest করার প্ল্যান করছিলেন। আর সেই সূত্রেই আমার সঙ্গে পরিচয়। ...আরও পড়ুন

2

ছোটো মালকিন - 2

প্রিয় পাঠক, আমি অনুরোধ করবো আপনি যদি এই গল্পের প্রথম পর্বটা আগে পড়ে না থাকেন, তো একবার পড়ে নিতে। গল্পের ধারাবাহিকতাটা বুঝতে সুবিধে হবে। নমষ্কার । ঘরটা বেশ বড়। আমাকে পূজা ওর নিজের ঘরে নিয়ে এসেছে, দোতলায়। খোলা মেলা, আলো বাতাস যুক্ত ঘর। ছিমছাম করে সাজানো। কোনো কিছুতেই বাড়াবাড়ি নেই। প্রয়োজনীয় সমস্ত কিছুই আছে ঘরে। পুরনো দিনের কাজকরা পালঙ্ক (খাট); গদিওয়ালা সোফা সেট; বড় ফ্ল্যাট স্ক্রীন টিভি। তাছাড়া একটি ছোট ফ্রিজ আছে ঘরে। একটা সুন্দর অফিস টেবিলে একটা ল্যাপটপ রাখা।.... ...আরও পড়ুন