অভিশপ্ত পুতুল

(4)
  • 48.8k
  • 1
  • 21k

আমার বান্ধবী লতা মারা যাওয়ার আগে আমি তার টেবিলে একটা পুতুল পড়ে থাকতে দেখি । পুতুল টা ছিল অনেক কিউট তাই আমি কাউকে না বলেই সেটা নিজের ব্যাগ এ নিয়ে রেখে দিয়েছিলাম, লতা ছিল বাবা মায়ের একমাত্র মেয়ে । দেখতে ও ছিল অনেক সুন্দরী, পড়াশোনাতেও ছিল বেশ ভালো। কিন্তু কিভাবে যেনো সব কিছু শেষ হয়ে গেলো । লতা মারা যাওয়ার আগে স্কুল এ আমাকে প্রায় বলতো যে সে নাকি বাঁচবে না । আর তার চোখের নিচে কালো দাগ পড়ে আছে এমন যেনো সে অনেক দিন না ঘুমিয়ে কাটিয়েছে । আমি অবশ্য তাকে ইয়ার্কি করে বলতাম কিরে এত রাত জেগে পড়াশোনা করে কি লাভ। প্রতি বারে তো তুইই ক্লাসে ফাস্ট গার্ল হয়ে যাস। এবার না হয় আমি হই । সে শুধু একটা মুচকি হাসি দিল। তার হাসিটা ও ছিল অনেক টা মায়াবী।

Full Novel

1

অভিশপ্ত পুতুল - পর্ব 1

আমার বান্ধবী লতা মারা যাওয়ার আগে আমি তার টেবিলে একটা পুতুল পড়ে থাকতে দেখি । পুতুল টা ছিল অনেক তাই আমি কাউকে না বলেই সেটা নিজের ব্যাগ এ নিয়ে রেখে দিয়েছিলাম,লতা ছিল বাবা মায়ের একমাত্র মেয়ে । দেখতে ও ছিল অনেক সুন্দরী, পড়াশোনাতেও ছিল বেশ ভালো। কিন্তু কিভাবে যেনো সব কিছু শেষ হয়ে গেলো ।লতা মারা যাওয়ার আগে স্কুল এ আমাকে প্রায় বলতো যে সে নাকি বাঁচবে না । আর তার চোখের নিচে কালো দাগ পড়ে আছে এমন যেনো সে অনেক দিন না ঘুমিয়ে কাটিয়েছে ।আমি অবশ্য তাকে ইয়ার্কি করে বলতাম কিরে এত রাত জেগে পড়াশোনা করে কি লাভ। ...আরও পড়ুন

2

অভিশপ্ত পুতুল - পর্ব 2

এই পুতুল টা কোথায় পেয়েছো তোমরা?? নিশ্চই কোনো মৃত ব্যক্তির কাছ থেকে নিয়েছ। তান্ত্রিক এর কথা শুনে আমি তো আমি যে লতার কাছে থেকে নিয়েছি পুতুলটা সেটা তান্ত্রিক কিভাবে জানলেন । আমি থতমত করে সব সত্যি বলে দিলাম, আমার কথা শুনে তান্ত্রিক বলল যে এই পুতুল এ নাকি কারো আত্মা রয়েছে । আর সেই জন্যই লতার মৃত্যু হয়েছে ।আমি অনেক টা ভয়ে ভয়ে বললাম যে । আমার তাহলে পুতুল টা নিয়ে আসা ভুল হয়েছে । তান্ত্রিক বলল যে অবশ্যই ভুল হয়েছে । কিন্তু সমস্যা হচ্ছে যে পুতুলটা কারো কাছে একবার আসলে নিজে থেকে যেতে চায় না, কেবল মৃত্যু চায় ...আরও পড়ুন

3

অভিশপ্ত পুতুল - পর্ব 3

হঠাৎ গলায় হাত দিয়ে দেখি যে গলায় প্রচন্ড ব্যাথা অনুভব করছি। ভালো ভাবে দেখতে আয়না তে গিয়ে দেখি যে কালো দাগ পড়ে গেছে ।আমি আরো ভালো ভাবে দেখতে গিয়ে দেখি যে আয়নার ভিতরে আমার ছবির জায়গায় অন্য কারো ছবি দেখাচ্ছে । ছবিটা অস্পষ্ট আর ভয়ানক । আর সে বলছে যে আমি তোকে আমার সাথে না নিয়ে ছাড়বো না । আমি অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলাম না । মনে হচ্ছে কেন যে ওই অভিশপ্ত পুতুল টা কে আনতে গেছিলাম । আমার পুতুল এর কথা মনে পড়তেই পুতুল টা খুঁজতে লাগলাম । কারণ কিছুক্ষন আগেই পুতুল টা ...আরও পড়ুন