রহস্য রোমাঞ্চ গোয়েন্দা কাহিনী সিরিজ

(4)
  • 21.7k
  • 0
  • 7.6k

মেরিন ড্রাইভের কাছেই একটা আরামপ্রদ হোটেলের সাত তলার সুইটের ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের লীলাখেলা দেখার ফুরসতে কত বিশ তিরিশ ভাবছিলো মন্দিরা। শীত পড়ব পড়ব এমন ঋতুতে আরব সাগর যতটা শান্ত থাকবে ভাবা গিয়েছিলো তেমনটি নয়। বরং ঢেউ গুলো মস্ত ফনা তুলে ঝাঁপিয়ে পড়ছিলো বালুকাবেলায়। হয়তো এটা ভাটার সময়। তাই বিদায় নিতে না চাওয়া জলের এমন দৌড়াত্মপনা। তবে এমন অশান্ত না হলে সমুদ্রকে মানায় না। জানলা দিয়ে কি যেন দেখে মন্দিরা লাফিয়ে উঠলো উচ্ছাসে, দেখে যাও, কি সুন্দর জাহাজ একটা, মনে হচ্ছে একটা বিশাল ঈগল উড়ে এসে বসলো সমুদ্রের উপর। সুমিত যথারীতি ব্যাস্ত তার কাজে। মুম্বাইতে অবশ্য বেড়াতে আসেনি সুমিত, ছোট্ট একটা কাজ নিয়ে এসেছে। কাজটা উপলক্ষ, উদ্দেশ্য মন্দিরাকে সঙ্গে নিয়ে দু তিনদিন নির্ভেজাল বেড়ানো। সেই ছোট্ট কাজটির গভীরে ডুব দিয়েছে ভোরে উঠেই, এখন মন্দিরার ডাকাডাকিতে তার সাড় ভাঙে, ঘাড় তুলে বললো, এখনো জাহাজ দেখার বয়েস আছে?

1

রহস্য রোমাঞ্চ গোয়েন্দা কাহিনী সিরিজ - 1

হোস্টেলে হত্যা পর্ব - ১ মেরিন ড্রাইভের কাছেই একটা আরামপ্রদ হোটেলের সাত তলার সুইটের ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের লীলাখেলা দেখার কত বিশ তিরিশ ভাবছিলো মন্দিরা। শীত পড়ব পড়ব এমন ঋতুতে আরব সাগর যতটা শান্ত থাকবে ভাবা গিয়েছিলো তেমনটি নয়। বরং ঢেউ গুলো মস্ত ফনা তুলে ঝাঁপিয়ে পড়ছিলো বালুকাবেলায়। হয়তো এটা ভাটার সময়। তাই বিদায় নিতে না চাওয়া জলের এমন দৌড়াত্মপনা। তবে এমন অশান্ত না হলে সমুদ্রকে মানায় না। জানলা দিয়ে কি যেন দেখে মন্দিরা লাফিয়ে উঠলো উচ্ছাসে, দেখে যাও, কি সুন্দর জাহাজ একটা, মনে হচ্ছে একটা বিশাল ঈগল উড়ে এসে বসলো সমুদ্রের উপর। সুমিত যথারীতি ব্যাস্ত তার কাজে। মুম্বাইতে অবশ্য ...আরও পড়ুন

2

রহস্য রোমাঞ্চ গোয়েন্দা কাহিনী সিরিজ - 2

হোস্টেলে হত্যা - ২ মন্দিরা প্রথম দিনেই মুম্বাইয়ের অনেকটা পথ একটা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘুরে নিয়েছে, যাওয়া আসার পথে মুম্বাইয়ের কিছু দ্রষ্টব্য। গিয়েছিলো আন্ধেরি আর জুহু বিচ এও যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রির যাবতীয় গ্লামাররা বসবাস করেন বিশাল এক একটা ফ্লাট নিয়ে। রাতে মালাবার হিলস থেকে নেমে চৌপট্টিতে গিয়ে চানা বাটোরা খেয়েছে তারিয়ে তারিয়ে। দ্বিতীয়দিনটা সুমিততে পেপার পড়তে হবে বলে তাদের ভ্রমণসূচি ফাঁকা। সন্ধেয় কি করবে এখনো ভাবেনি। আগামীকাল যাবে এলিফ্যান্ট কেভস দেখতে। আপাতত সুমিত খুব মনোযোগ দিয়ে তার পেপারটায় চোখ বুলোচ্ছে, এখানে ওখানে কাটাকুটি করছে, ভুরুতে ভাঁজ ফেলে তন্ময় হয়ে আছে নিজের বক্তব্য যথাযথ হলো কি না ভেবে। একটু আগেই ...আরও পড়ুন