চিলেকোঠার ঘর পরিষ্কার করতে করতে হঠাৎই চোখ পড়ে জানালার ধারে,পরিপাটি করে রাখা হারমোনিয়ামের উপর। কত স্মৃতি জুড়ে আছে এই হারমোনিয়ামের সঙ্গে। ছোটবেলায় মায়ের কাছে গান শেখার হাতেখড়ি হয় সুরমা ও পরমার।রবিঠাকুরের গান বেশি শেখাতেন তাদের মা।ভোর ভোর উঠে বিভিন্ন রাগ রাগিনী অনুশীলন করাতেন মা। রবিঠাকুরের জন্মদিন সে যেন এক উৎসব ছিল তাদের দুবোনের কাছে।রবিঠাকুরের গলায় মাল্যদান করতো তারা।পরিপাটি করে সেজে,লাল পাড় সাদা শাড়ি পরে,চুলে বেল ফুলের মালা দিয়ে,তারা পাড়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করতো।তারা প্রথম গান করেছিল,"এলেম নতুন দেশে"।করতালি দিয়ে তাদের অভিনন্দন জানিয়েছিল সকলে।তাদের মায়ের চোখে আনন্দের বারি টলমল করেছিল সেদিন।
তবু মনে রেখো - 1
চিলেকোঠার ঘর পরিষ্কার করতে করতে হঠাৎই চোখ পড়ে জানালার ধারে,পরিপাটি করে রাখা হারমোনিয়ামের উপর। কত স্মৃতি জুড়ে আছে এই সঙ্গে।ছোটবেলায় মায়ের কাছে গান শেখার হাতেখড়ি হয় সুরমা ও পরমার।রবিঠাকুরের গান বেশি শেখাতেন তাদের মা।ভোর ভোর উঠে বিভিন্ন রাগ রাগিনী অনুশীলন করাতেন মা।রবিঠাকুরের জন্মদিন সে যেন এক উৎসব ছিল তাদের দুবোনের কাছে।রবিঠাকুরের গলায় মাল্যদান করতো তারা।পরিপাটি করে সেজে,লাল পাড় সাদা শাড়ি পরে,চুলে বেল ফুলের মালা দিয়ে,তারা পাড়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করতো।তারা প্রথম গান করেছিল,"এলেম নতুন দেশে"।করতালি দিয়ে তাদের অভিনন্দন জানিয়েছিল সকলে।তাদের মায়ের চোখে আনন্দের বারি টলমল করেছিল সেদিন।তাদের মা বাবা পরিশ্রম করতেন দিবারাত্রি,যাতে তারা গান নিয়ে পড়াশোনা করতে পারে।অপূর্ব কন্ঠ ছিল ...আরও পড়ুন