Catagory-(Romantic🙈+Thriller😈☠️+Psycho 🔪+Toxic🥵+Crime🦹♀️+Foreign plot🥀+Sad ending😭💔)
Episode-3
অন্ধকার রাত্রি চারিদিকে শুধু ল্যাম্পপোস্টের মৃদু আলো তার মধ্যে কালো মার্সিডিস গাড়িতে দুইজন যুবক-যুবতী বসে আছে। তাদের মধ্যে পিনপিন নিরবতা কেউ কারো দিকে তাকাচ্ছে না পর্যন্ত।❤️
—
গাড়ি থামিয়ে রিকার্ডো যখন মেয়েটিকে জিজ্ঞাসা করল তুমি কে অপর পাশ থেকে কোন উত্তর আসেনি। এতে কিঞ্চিত বিরক্ত হয়ে ভ্রুযুগল কুঁচকে ফেলে রিক। এবার ধমকে জিজ্ঞাসা করে," Are you dumb or deaf? Why are you not answering my question?"😠
এতক্ষনে মেয়েটি মুখ খুলল বলল, "please help me 🥺 please give me Lift."🥺 মেয়েটির মুখ থেকে এবার অন্ধকার সরে গেল। রিক তাকিয়ে দেখল পিংক কালারের গোল ফ্রক পড়া একটা বাচ্চা মেয়ে। 👧🏻বাচ্চা বললে ভুল হবে যদিও মেয়েটির বয়স ২২ তবে রিকের কাছে বাচ্চাই মনে হচ্ছে তাকে। শুধু রিক না যে কারো প্রথম দেখাতেই ওকে বাচ্চা মনে হবে। দুই পাশে চুল ঝুঁটি করা সাথে হোয়াইট কালারের রিবন ও পায়ে স্নিকার্স পড়া।তাকে বাচ্চা মনে হবার কারণ বয়স ২২ হলেও চেহারায় যুবতীর কোনো ছাপ নেই বরং গোল আকৃতির একটি কিউট বাচ্চা মনে হয়।☺️
যাইহোক রিক জিজ্ঞেস করে মেয়েটিকে, "what is your name?"🤨
কাঁপা কাঁপা গলায় বলল, "বে..লা.আ.. আমার নাম এলিজাবেথ বেলা"। বেলা বিরবির করে উচ্চারণ করল রিক।
পরক্ষণেই ধমকে জিজ্ঞাসা করল, "এত রাতে এখানে কি করছ আর তোমার সাথে কেউ নেই?"🤨😠
এমন প্রশ্ন শুনে প্রথমে মেয়েটি ভয় পেলেও পরক্ষণে নিজেকে ধাতস্ত করে উত্তর দিল না আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি।
শুনেই হো হো করে হেসে উঠলো রিক আর বলল, "youuu? The small one like you baby" 🤣🤣🤣
এডউইনের হাসি দেখে বেলা রেগে যায় যার কারণে তার গোল গাল লাল হয়ে ওঠে 😤😤😡
কিন্তু এডউইনের কাছে তা বেশ আনন্দের লাগে এবং টুক করে কামড়ে দিতে মন চায়।😜
রিক বলে, "লিফ্ট চাইলে এখনই গাড়িতে উঠে বসতে হবে আমি এক কথা দুবার বলা পছন্দ করি না।"😤
প্রথমে তাকে বাচ্চা বলা তারপর আবার ধমকের স্বরে কথা বলা এতে ক্ষিপ্ত হয়ে বেলা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সোজা হেঁটে যেতে থাকে।
রিক বলে, "এত এটিটিউড😠 থাক সে তার এটিটিউড নিয়ে তাতে আমার কি বলেই" সো সো করে গাড়ি চালিয়ে চলে যায় 🚘কিন্তু পরক্ষণেই আবার কি যেন ভেবে ফিরে আসে এবং সোজা বেলাকে পাজকোলে তুলে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দেয় এবং নিজে গাড়িতে উঠে সিটবেল্ট লাগিয়ে নেয়।
বেলা হতভম্ব হয়ে কিছু বলতে যাবে তখনই রিক তার সামনে ঝুঁকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে বলে, "হুশ, এটিটিউড আমার একদম পছন্দ নয় বেইব😏 যেখানে অন্য সবাই আমার জন্য পাগল সেখানে তোমার মতো একটা মুরগির বাচ্চা আমাকে এটিটিউড দেখায়" বলেই ফিচেল হাসে 😏 আর এদিকে তো বেলার অবস্থা 😶😶
"তাড়াতাড়ি সিটবেল্ট লাগিয়ে নেও আর হে লিফ্ট দিয়েছি বলে বেশি উড়ো না আমি ওতটাও ভালো মানুষ হই বেইব বলেই ঝুঁকে পরে বেলার দিকে।"😏
এই প্রথম বেলার সাথে তার চোখাচোখি হয়। বেলা খুঁটিয়ে খুঁটিয়ে রিককে দেখতে থাকে নীল চোখের মণিধারী পুরুষটি আসলেই সুন্দর শুধু সুন্দর বললে ভুল হবে মাত্রাতিরিক্ত সুন্দর বিশেষ করে রিকের ঘাড়ে একটা সুন্দর তিল আছে ঠোঁটের নিচেও আছে। তার এই ভাবনার মাঝে রিক হঠাৎ করে তার নাকে টোকা দিতেই বেলা বেশ লজ্জা পায়🙈🙈
—
বর্তমানে রিকের বিরাট ম্যানশনের সামনে রিক দাঁড়িয়ে আছে আর তার মেইড বেলার জিনিসপত্র তার রূমে রেখে আসছে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই বেলার মুখ থেকে অস্ফুট স্বরে বের হয়, "ওয়াও"😍😍😍রিকের বাড়িটি বিশাল বড় তাই বেলা তাকিয়ে থাকে।
তাকে তাকিয়ে থাকতে দেখে রিক বলে, "আমার বাড়ি দেখার সুযোগ আরো পাবে কিন্তু এখন তোমার রেস্ট নেওয়া উচিত পরে দেখা যাবে রেস্ট না নেওয়ার কারণে আবার অজ্ঞান হয়ে পড়ে যাবে তখন তো আবার আমাকেই কোলে নিতে হবে তোমার তো খালি আমার কোলে ওঠার ইচ্ছা" বলেই বাঁকা হাসে 😏😏
রিকের কথা শুনে বেচারা বেলার তো লজ্জায় মরি মরি অবস্থা 🙈🙈সে রাতে আর তাদের কথা হয়নি যে যার রুমে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে বেলা শুনতে পায় কারো গানের আওয়াজ কিন্তু এতো রাতে কে গান গাইতে পারে তা ভেবে পায় না সে।সে গানের কথা কিছু বুঝতে পারে না কিন্তু সুরটা তার ভাল লাগে।🎵
কিন্তু সে আর শুনতে পারে না অতিরিক্ত ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে।
—
পরদিন সকালে রিকের বন্ধুরা আসে। কলিং বেল বাজালে বেলা এসে দরজা খুলে। বেলাকে দেখে তারা একে অপরের মুখ চাওয়া চাওয়ি করতে লাগলো।🙄😶
ঐশ্বর্য বলল, "কে তুমি?".... চলবে 🥀🥀