Catagory-(Romantic🙈+Thriller😈☠️+Psycho🔪+Toxic🥵+Crime🦹♀️+Foreign plot🥀+Sad ending😭💔)
Episode-13
বেলা ধীরে ধীরে রিকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিক বেলার হাতের উষ্ণ স্পর্শে পরম আবেশে চোখ বন্ধ করলো সে যেনো কোনো শান্তির নীড় খুঁজে পেয়েছে। চারিদিকে হালকা ঠাণ্ডা বাতাস বইছে সামনে একটা ছোট লেকের মতো আছে। তাছাড়া আর বিশেষ কোন লোকালয় নেই চাঁদের মৃদু আলো এসে পড়ছে বেলার মুখের ওপর। তাকে আরো মায়াবী লাগছে দেখতে রিক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর বেলা ব্যস্ত প্রকৃতির সৌন্দর্য আস্বাদন করতে।তারা যেখানে বসে আছে তার চারপাশে সবুজ রঙের ঘাসের ছড়াছড়ি সেখানে আবার ছোট ছোট কিছু ফুলও ফুটেছে। বাতাসের কারণে তারা দুলছে। দুজনেই রাতের এই আকর্ষণীয় পরিবেশটাকে খুব উপভোগ করছে। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মধ্যে দুজনকে দেখে মনে হচ্ছে যেন এক জোড়া চাতক পাখি তাদের প্রেমের তৃষ্ণা নিবারণ করছে। কিন্তু আদৌও কি কেউ কারো মনের ভাষা বুঝতে পারছে?
হঠাৎ ই দমকা হাওয়ায় বেলার খোলা চুল গুলো রিকের মুখে এসে পড়ে সে উঠে পড়ে।
সে দেখে বেলা নিজের চুল সামলাতে ব্যস্ত সে চুল বাঁধতে চাইলে রিক বাধা দিয়ে বলে, "You are looking so pretty with this open hair, beautiful lady" বলেই এক হাত দিয়ে বেলার চুলগুলো খুলে দেয়।
সেগুলো আবার তার মুখে উড়ে এসে পড়ে। বেলা রিকের চোখের দিকে তাকায় দেখে কি মুগ্ধ হয়ে এডউইন তার দিকে তাকিয়ে আছে কত গভীর তার দৃষ্টি কিন্তু কোথাও কোনো অপবিত্রতার ছোঁয়া নেই।
Background music 🎶
Yeh raatein, yeh mausam
Nadi ka kinaara, yeh chanchal hawaa
Haa.. aa.. aa
Kaha do dilon ne
Ke milkar kabhi hum,na hunge
Juda
Yeh kya baat hai aaj ki chandi mein
Ke hum kho gaye, pyaar ki raagini mein
Yeh baahon mein baahein
Yeh behki nigaahein
Lo aana laga zindagi ka maza
Kasam hai tumhe, tum agar
mujhse roothe
Rahe saans jab tak, yeh bandhan na toote
Tumhe dil diya hai, yeh vaada kiya hai
Sanam main tumhaari, rahungi sada—🖤🖤🖤
হঠাৎ করেই প্রচন্ড আওয়াজ করে বাজ পড়লো তাদের ধ্যান ভেঙে যায়। হুট করে আবহাওয়ার এই বদল কারোরই ঠিক বোধগম্য হলো না। তবে খুব তাড়াতাড়ি যে বৃষ্টি নামবে তা বোঝা যাচ্ছে তাই দ্রুত এডউইন আর বেলা সেখান থেকে বাসার দিকে রওনা দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত পথিমধ্যেই তুমুল বৃষ্টি নেমে আসে তাই দু'জনকেই কাক ভেজা হয়ে বাড়িতে ফিরতে হলো। বাসায় এসে ড্রয়িংরুমে দুজনে টাওয়াল দিয়ে মাথা মুছছে আর তখনই ইলেক্ট্রিসিটি চলে যায়। একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে তাদের সাথে এবার ইলেকট্রিসিটি যাওয়াতে বেশ বিরক্ত হয় দুজনেই।
বেলা বলে, "আমি কিচেন থেকে ক্যান্ডেল নিয়ে আসছি আপনি মোবাইলের ফ্লাশ লাইট টা একটু ধরুন"
ক্যান্ডেল ধরিয়ে বেলা বের হয়ে আসে সাদা রঙের একটা টিশার্ট পড়েছিল বেলা যার কারণে বৃষ্টিতে ভেজায় তার শরীরের মেয়েলি ভাঁজগুলো খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। মোমবাতির আলোয় বেলাকে যেন আরো বেশি আবেদনময়ী লাগছিল রিকের কাছে। সে বারবার ঢোক গিলছিল সে জানে যে সে এবার কন্ট্রোললেস হচ্ছে। এখানে থাকলে নিশ্চিত কোনো অঘটন ঘটিয়ে ফেলবে যা তাদের সম্পর্কের উপর খুব বাজে প্রভাব ফেলবে।
"শোনা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ো কেমন নইলে ঠাণ্ডা লেগে যেতে পারে। আমি আসি good night"
"আপনিও চেন্জ করে ফেলুন অনেকখানি ভিজে গিয়েছেন নিশ্চয়ই অনেক টায়ার্ড আর ঠাণ্ডা লাগছে তাই না?"
"কিন্তু এই মুহূর্তে তো আমার সবচেয়ে বেশি গরম লাগছে আই নিড অ্যা কোল্ড শাওয়ার এট দিস মোমেন্ট" বলেই তাড়াতাড়ি উপরে চলে যায়
বেলা রিকের কথার আগা মাথা কিছুই বুঝল না "বৃষ্টিতে ভেজার পরও এই লোকটার কি করে এতো গরম লাগতে পারে। আবার বলছে এতো রাতে নাকি স্নানও করবে পাগল নাকি। যাগ্গে আমার কি যাই ফ্রেশ হয়ে নিই নাহলে জ্বর আসবে হা..হা..চ্চো 🤧🤧 এই রে আবার ঠাণ্ডা লাগলো নাকি" সেও উপরে চলে যায়।
—
বৃষ্টিতে ভেজার কারণে বেলা অনেক টায়ার্ড হয়ে পড়ে তাই বিছানায় আসতেই ঘুমে তলিয়ে যায়। এদিকে তার দিকে এক জোড়া নীল দৃষ্টি তাকিয়ে আছে যেন চোখ দিয়ে তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত।
"আমার বুকে ঝড় তুলে নিজে এখানে ঘুমিয়ে আছো প্রিয়তমা তা চলবে না। আমার হৃদয়ে যে ঝড়ের উৎপত্তি ঘটেছে তার নিবারণ তোমাকেই করতে হবে" বলেই আবারো বেলার গলায় থাকা কালো কুচকুচে তিলটায় কামড় বসায়। বেশ জোরেই কামড় দেয় যার দরুন দাঁতের চিহ্ন বসে যায় ঘুমের ব্যাঘাত ঘটায় বেলা নড়েচড়ে উঠলো।
তবুও আগুন্তকের কোনো ভাবান্তর নেই কপালে গাঢ় উষ্ণ চুম্বন করে বলে," বাকি শাস্তিটা নয় তোলা থাক সময় হলে সুদে আসলে ফেরত দেবো"
তারপর সেখান থেকে চলে যায়।🥀
—
পরেরদিন বেলা রেডি হচ্ছে ভার্সিটিতে যাবার জন্য হঠাৎ করে আয়নায় নিজের গলায় দাঁতের চিহ্ন দেখতে পায়। সে আঁতকে উঠে কোনো বিষাক্ত প্রাণী আবার তাকে কামড়ে দিলো না তো কিন্তু এ বাড়িতে তো শুধু রিকের পোষা কুকুর ছানা ছাড়া আর কিছু নেই। সে আর বেশি কিছু ভাবলো না বেশি করে পাউডার মেখে নিলো যাতে করে দাগটা বোঝা না যায়।
ব্রেকফাস্ট টেবিলে বসে বেলা আর খাবার খাচ্ছে রিক বেলার গলায় থাকা পাউডার দেখে বলল, "গলায় এতো পাউডার দিয়েছো কেন?"
"কোনো বিষাক্ত প্রাণী কামড় দিয়েছে। আজকে একবার ডাক্তার দেখাতে হবে"
রিক ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে "বিষাক্ত প্রাণী বলতে তুমি কি কোনোভাবে আমার জোনাথনকে মিন করতে চাইছো?"
"আরে না জোনাথনের থেকে ও বিষাক্ত প্রাণী আছে"
"কি সেটা?"🤨
আপনি বিড় বিড় করে বললো বেলা।বেলার কথা শুনে রিকের গলায় খাবার আটকে যায়
"হোয়াট কি বললে তুমি?"
"না মানে আমি কি করে বলবো আমি তো ঘুমিয়ে ছিলাম তাই না"😅😅
খাওয়া দাওয়া শেষ করে দুজনে ভার্সিটিতে গেল কিন্তু সেখানেও তাদের জন্য অপেক্ষা করছে এক সারপ্রাইজ 😁😁
—
বেলা রিকের কাছ থেকে বিদায় নিয়ে তার ক্লাসরুমের দিকে যাচ্ছিল পথেই ইসাবেলার সাথে তার দেখা হয়।
"ইসু উফ্ বাঁচলাম আমি তো ভাবলাম তুই আজকে আসবিই না কালকে রাতে যে বৃষ্টি হলো বলেই দুজনে হাঁটছিল আর তখনই...চলবে🥀🥀