ভুল পথে পেলাম তোমাকে

(0)
  • 6
  • 0
  • 942

ভুল পথের শুরু, নতুন কারো আগমনের গন্ধ সারা দিনটা অদ্ভুত রকমের ভারী গিয়েছিল ইরার। ক্লাসগুলো শেষ হয়েছিল বিকেল চারটায়, কিন্তু মনটা যেন কোনোকিছুতে ঠিকমতো লাগছিল না। সহপাঠীরা সবাই ক্যাম্পাসে জমিয়ে আড্ডা দিচ্ছিল, কেউ ক্যান্টিনে, কেউ গাছতলায় দাঁড়িয়ে, কেউ সিগারেট হাতে হাসাহাসি করছিল—কিন্তু ইরা সবসময়ই এদের ভিড়ে নিজেকে বেমানান মনে করে। তার চোখে ভিড় মানে শব্দ, চাপ, আর নিজের ভেতরের অস্থিরতা বেড়ে যাওয়া। তাই অনেকটা নিঃশব্দে, আর কারো দৃষ্টি এড়িয়ে কলেজের ফটক দিয়ে বেরিয়ে এল সে। আকাশ তখনো হালকা নীল। নভেম্

1

ভুল পথে পেলাম তোমাকে - Part 1

ভুল পথের শুরু, নতুন কারো আগমনের গন্ধসারা দিনটা অদ্ভুত রকমের ভারী গিয়েছিল ইরার। ক্লাসগুলো শেষ হয়েছিল বিকেল চারটায়, কিন্তু যেন কোনোকিছুতে ঠিকমতো লাগছিল না। সহপাঠীরা সবাই ক্যাম্পাসে জমিয়ে আড্ডা দিচ্ছিল, কেউ ক্যান্টিনে, কেউ গাছতলায় দাঁড়িয়ে, কেউ সিগারেট হাতে হাসাহাসি করছিল—কিন্তু ইরা সবসময়ই এদের ভিড়ে নিজেকে বেমানান মনে করে।তার চোখে ভিড় মানে শব্দ, চাপ, আর নিজের ভেতরের অস্থিরতা বেড়ে যাওয়া। তাই অনেকটা নিঃশব্দে, আর কারো দৃষ্টি এড়িয়ে কলেজের ফটক দিয়ে বেরিয়ে এল সে।আকাশ তখনো হালকা নীল। নভেম্বরের বিকেল। হাওয়ার মধ্যে শীতের খুব অল্প গন্ধ।ইরা হাঁটছিল ধীরে—যেন কোথাও পৌঁছানোর তাড়া নেই, আবার ঠিক পৌঁছানোর জায়গাটাও নেই।আজ অদ্ভুত এক ক্লান্তি ছিল তার ...আরও পড়ুন

2

ভুল পথে পেলাম তোমাকে - Part 2

“যে দিনটা বদলে দিল সব”—ইরার সারা রাত ঘুম না হওয়াগলির সামনে দাঁড়ানো, নার্ভাসনেসমায়ার দেরি করে আসামায়ার প্রথম স্পর্শ (উদ্দেশ্যপ্রণোদিত হলেও অনুভূতি জাগাবে)মায়ার জীবনের লুকানো দিকইরা বুঝতে পারবে, মায়া শুধু হাসিখুশি মেয়ে নয়—তার অতীত ভয়ংকরদু’জনের মধ্যে প্রথম ছোট্ট আবেগের ঝলক“ভুল পথে পেলাম তোমাকে” — এই নামের আসল মানে ফুটে উঠবেআমি এখনই Part 2 শুরু করে দিচ্ছি।তোমাকে আর কিছু জিজ্ঞেস করছি না—সোজা গল্প লিখছি, কারণ তোমার থেকে “Hm” মানেই “হ্যাঁ, লেখো”।---ভুল পথে পেলাম তোমাকে – Part 2(প্রায় ২৫০০ শব্দ – এখনই লিখছি)---Part 2: “যে দিনটা বদলে দিল সব”সারা রাত ঠিকঠাক ঘুম হলো না ইরার।ঘুমাতে গেলেই সেই গলির দৃশ্য এসে ভেসে উঠছিল—জ্বলে ...আরও পড়ুন

3

ভুল পথে পেলাম তোমাকে - Part 3

Part 3: “অন্ধকারের দরজা প্রথমবার খুলল”ইরা ছাদ থেকে নামার সময় বুঝতে পারছিল—তার ভেতরে কিছু একটা গভীরভাবে বদলে গেছে।এটা ভয় উত্তেজনা না,এটা এমন এক অনুভূতিযেমন রাত্রির অন্ধকারে কোনো আলো না থাকলেওতুমি জানো—কেউ আছে পাশে।মায়ার সঙ্গে আজকের সময়গুলোঅস্বাভাবিক শান্ত করেছিল তাকে।অস্বাভাবিকই, কারণমায়ার হাসির আড়ালে এমন একটা ব্যথা আছেযা কথায় ব্যাখ্যা হয় না।ইরা দু’হাত চোখে চেপে ধরল।মায়া চলে যাওয়ার পরে সে ঠিক যেন শ্বাস নিতে ভুলে গেল।এত দ্রুত, এত গভীরেকীভাবে একজন মানুষ কারও মনে জায়গা করে নিতে পারে?কলেজের লাইব্রেরিতে বসেমোবাইলে মায়ার নাম টাইপ করতে গিয়েওহাতে থেমে গেল।ফেসবুকে খুঁজবে?ইনস্টাগ্রাম?কিছুই তো জানে না তার সম্পর্কে।শুধু একটা কথা মনে আছে—“আমার জীবন সহজ নয়, ইরা।”এটা যে ...আরও পড়ুন

4

ভুল পথে পেলাম তোমাকে - Part 4

Part 4: “মায়ার রাতের প্রথম মুখোমুখি”রাতটা ছিল অদ্ভুত শান্ত।যেন আকাশও থেমে গেছে,শুধু বাতাসের মধ্যে এক অদ্ভুত উত্তাপ—যে উত্তাপ ভয় আকর্ষণের মাঝামাঝি কোথাও।ইরা বিছানায় শুয়ে ভাবছিল শুধু একটাই নাম—মায়া।তার কথা…তার ছোঁয়া…তার ভয়…আর সেই কানের কাছে ফিসফিস—“রাত নামলে আমার ওপর বিশ্বাস ভেঙে যায়।”ইরার মাথা যেন ছটফট করছিল।এটা কোনো সাধারণ রহস্য নয়।এটা এমন কিছু যামায়াকে ভেঙে দিচ্ছে—কিন্তু সে কাউকে জানাতেও ভয় পাচ্ছে।ঠিক তখনই ফোনের ভেতর ছোট্ট একটা শব্দ হলো—টিং।মায়া: "বাইরে এসো। একদম এখনই।"ইরার বুক ধাক্কা খেল।রাত সাড়ে দশটা। মায়া কি ঠিক আছে?জানালার পাশে গিয়ে নিচে তাকাতেইসে দেখল—রাস্তায় একা দাঁড়িয়ে আছে মায়া।চুল সম্পূর্ণ ভেজা।কোনো ছাতা নেই।রাস্তার লাইটে তার ছায়া লম্বা হয়ে গেছে।কিন্তু…আজ মায়াকে ...আরও পড়ুন