অভিরূপ হোটেলের একটা নিরিবিলি ও ঠান্ডা জায়গায় গিয়ে বসলো | তারপর অভিরূপ পকেটে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বার করে ধরালো | সিগারেট খেতে খেতে অভিরুপ দেখলো দুরের একটি গাছ তলায় একজন সাধু বসে আছে | সাধুটা একভাবে অভিরুপের দিকেই তাকিয়ে আছে | প্রথমে অভিরূপের মনে হলো সে হয়তো এখানে নতুন এসেছে তাই হয়তো তাকে দেখছে | কিন্তু না সাধুটার অনেকক্ষণ ধরে এই একভাবে তাকিয়ে থাকা এবার অভিরূপের একেবারেই ভালো লাগছে না | মনের মধ্যে বারবার এক প্রকারের চাপা বিরক্তি সৃষ্টি হচ্ছে | অভিরূপ আর থাকতে পারলো না এবং এগিয়ে গিয়ে
অভিরূপ সাধুটাকে একটু ধমক দিয়েই বলল , কি মশাই আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার দিকে এক ভাবে তাকিয়ে আছেন | আপনি আগে কখনো নতুন লোক দেখেননি | আপনি এখানে লোক দেখতে এসেছেন নাকি ধ্যান করতে এসেছেন |
সাধুটা অভিরুপের কথা শুনে একটু না রেগে বলল , তুমি সাবধানে থাকবে | তোমার মাথার উপর অনেক বড় বিপদ বিদ্যমান | ঈশ্বর তোমার মঙ্গল করুক |
অভিরূপ বলল , মানে ....... আপনি কি বলতে চাইছেন ? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না |
সাধুটা কিছু বলতে যাবে এমন সময় হোটেলের একজন কর্মচারী অভিরূপকে ডাকল |
অভিরূপ পিছন ফিরে জবাব দিল , যাচ্ছি ......
তারপর অভিরূপ যখন সামনের দিকে তাকালো তখন সে একেবারে চমকে উঠলো | সেই সাধুটা এখন আর সেখানে নেই | যেন মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল । অভিরূপ এদিক ওদিক সাধুটাকে খুঁজলো কিন্তু সাধুটাকে কোথাও দেখতে পেল না |
অভিরূপ মনে মনে বলল , একেবারে সাধুটা কোথায় চলে গেল আর ও কি বলছিলো ! কি যে বললো কিছু বুঝতে পারলাম না |
খাবারের বিল মিটিয়ে দিয়ে অভিরূপ ওই হোটেলের একজন লোককে জিজ্ঞাসা করল , আচ্ছা ওই যে সাধুটা ওখানে বসে ছিল সে কোথায় গেল ? আপনি কি তাকে দেখেছেন ?
সেই লোকটা বলল , কে সাধু ? আপনি কার কথা বলছেন ? আর এখানে সাধু আসবে কোথা থেকে | আপনার বোধ হয় কোন ভুল হচ্ছে | আমি কোন সাধু দেখিনি |
অভিরূপ বলল , আরে ........ ওই গাছটার তলায় তো সাধুটা বসেছিল | আমার সাথে কথা বললো | আর আপনি বলছেন দেখেননি |
সেই লোকটা আবার একই জবাব দিল | এই কথা শুনে অভিরূপ বেশ খানিকটা ভয় পেলো | তাহলে কি আমি ভুল দেখলাম | অভিরূপ কিছুই বুঝতে পারছিল না | এমন সময় অভিরুপের ফোনটা বেজে উঠলো | ফোনটা হাতে নিয়ে অভিরূপ দেখলো অতিশ হাজরা ফোন করেছে |
অভিরূপ হ্যালো বলতেই অতিশ হাজরা অভিরুপকে জিজ্ঞাসা করলো , তুমি গেস্ট হাউসে পৌঁছে গেছো ?
অভিরূপ বলল , না স্যার রাস্তা তে আছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব।
অতিশ হাজরা বলল , ঠিক আছে ...... সন্ধ্যের আগে গেস্ট হাউসে পৌঁছে যাবে দেরি করবে না | আরেকটা কথা আমি তোমার জন্য পুরো গেস্ট হাউস টা কে লোক দিয়ে পরিষ্কার করে রেখেছি ওখানে তোমার কোন অসুবিধা হবে না |
এরপর অভিরূপ ধন্যবাদের বন্যা বইয়ে ফোনটা রেখে দিল |
তখন প্রায় বিকাল পাঁচটা বাজে | অভিরূপ গেস্ট হাউসে এসে পৌঁছেছে | সূর্য তখন পশ্চিম দিকে অস্ত যাবার তোড়জোড় করছে | গেস্ট হাউসটা জন বসতি থেকে অনেক দুরে | গেস্ট হাউসে এর পরিবেশ টা অভিরুপের খুবই পছন্দ হলো | চারিদিক নিঃস্তব্ধ এবং শান্তি | এইরকম পরিবেশই অভিরূপ এতদিন ধরে চাইছিলো | অভিরুপের মনে হল যেন গেস্ট হাউস টা তাকে ইশারা করে ডাকছে | অভিরূপ আর দেরি না করে পকেট থেকে গেস্ট হাউসের চাবিটা বার করে তালাটা খুলে ঘরের ভেতর ঢুকলো | ঘরের সব লাইট জ্বালিয়ে দিল |
ঘর গুলো বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ঝক-ঝক তক-তক করছে | গেস্ট হাউস এর ঘর গুলো বেশ বড়-বড় | অভিরুপের প্রচন্ড ক্লান্তি লাগছিল | গেস্ট হাউসের একটা ঘর বেছে নিয়ে সেখানে ফ্রেশ হয়ে খানিকক্ষণ বিশ্রাম নিল |