ঝরাপাতা
পর্ব - ১৩
🌿🍃🌿🍃🌿🍃🌿
- "আমি যেটা আশঙ্কা করেছিলাম, আপনাদের জানিয়েও দিয়েছিলাম, অদ্রিজার মধ্যে নানান চেঞ্জেস আসতে পারে, সম্পূর্ণ নতুন পারসোনালিটি তৈরি হতে পারে। তবে নরমাল লাইফ লিড করা শুরু করলে সেগুলো থেকেও পেশেন্ট বেরিয়ে আসতে থাকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস সাপোর্ট করলে। ও সেদিকেই যাচ্ছে।" ডঃ গিরি মূল কথায় আসেন।
- "মানে? ওর কি কি চেঞ্জেস হচ্ছে ম্যাডাম?" সমর প্রশ্ন করে। রনি আর বনি দু ভাইই মনে করার চেষ্টা করে, আসল মিলি ঠিক কেমন ছিল?
- "চুপচাপ হয়ে যাওয়াটাই তো মেইন চেঞ্জ। এখন যতটুকু কথা বলছে, সে আপনাদের মেয়ের ধরণ নয়। এটা আপনারা ডাক্তার না হলেও বুঝতে পারছেন। তবে ওর আশেপাশের লোকজনকে মনে রাখা আর তাদের সঙ্গে ইনট্যারেকশন বাড়ার রেটিং বেশ হেলদি। আমি আশা করি ও নেক্সট সেশনের পর কলেজ জয়েন করতে পারবে। পড়াশোনা আর নাচটা আবার চালু করলে সেই রেটটা ডাবল হতে পারে। তবে আপনাদের ওর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে ওর দিকে একটু নজর রাখতে বলতে হবে। আর আমি সার্টিফাই করে দেব, সেটা নিয়ে ভাইস প্রিন্সিপাল অর ডিপার্টমেন্টে কথা বলে নেবেন।"
- "তাহলে তো ঠিকই হচ্ছে ম্যাডাম। আপনি এখন কলেজের গল্প করলেন, ও তো বেশ উত্তরও দিল।" গোপা আশ্বস্ত হয়।
- "হ্যাঁ, এখন যা কথা হয়েছে, তার এ্যানালিসিসই আপনাদের বলছি। এটাই ওর রিপোর্ট। অন্যদিনের মতো আপনাদের প্রিন্ট আউটও দেব সাইন করে। আপনারা সবাই যদি আমার এ্যাডভাইস মতো ওকে ডীল করেন, এক থেকে দেড় বছরের মধ্যে ও সুস্থ হয়ে যাবে। সম্পূর্ণ ট্রমা কেটে যাবে।" সবার হাসিমুখগুলো দেখে নিয়ে ডঃ গিরি একই রকম মিষ্টি গলায় বলে চললেন, "আমরা ওকে খারাপ স্মৃতিগুলো বাদ দিয়ে, ভালো স্মৃতিগুলোয় বাঁচতে হেল্প করেছি। সরো এন্ড ডাম্পড কন্ডিশনগুলো সাইড করে, বারবার ওর এ্যাচিভমেন্টগুলো ওকে মনে করিয়েছি। আর যেহেতু ওর নিজের বিয়ে সংক্রান্ত সব কথাগুলোই ওর জীবনের সবচেয়ে আতঙ্কের ঘটনা ছিল, ও যত ফ্রেশ হচ্ছে, বিয়ের কথাটা ভুলে যাচ্ছিল। আজ দেখলাম পুরোপুরি ভুলে গেছে।" ডঃ গিরি থামলেন। কেউ কিছুই বুঝতে পারেনি।
একটা বড় শ্বাস নিয়ে ডঃ গিরি বললেন, "দেখুন, এ্যান্টি ড্রিপ্রেশেন্ট মিউজিক, কাউন্সেলিং, নার্ভের মেডিসিন, এসবের সঙ্গে ওর পছন্দের মিউজিক এবং ওর রেজাল্ট, বন্ধুবান্ধবদের গল্প রেখেছিলাম আমি পার সেশনে। একটু একটু করে ও রিএ্যাক্ট করেছে, ভয় কাটিয়ে উঠছে, ওর ডিপ্রেসড মুড টার্ন করছে। এই ফ্রেজ পর্যন্ত বিয়ের কথা আনতেই পারিনি আমি। যেমন আপনাদের মিট করতে এ্যালাও করতে পারিনি। এখন এই মুহূর্তে ও জানে, ওর দিদির বিয়ে হবে। কবে, কখন, কোথায়, কার সঙ্গে, এসব প্রসঙ্গ আমি এখনও তুলিনি। তার আগে আপনাদের ওপিনিয়ন চাই। সেজন্যই আপনাদের ডেকেছি।"
- "বিয়ের কথা ওর মনে নেই?" যথেষ্ট বিহ্বল হলেও পিউ প্রশ্ন করে।
- "না, মনে নেই। ও আছে বিয়ের ঠিক আগে। এখন ওর শরীরের কন্ডিশন অনুযায়ী আমরা ওকে ধীরে ধীরে সেগুলো জানাবো। আমরা মানে আমি আর আমার এ্যাসিস্টেন্টরা। আপনারা ওকে কোনও ইনফরমেশন সাপ্লাই করবেন না। এখন ফার্স্ট মিঃ এন্ড মিসেস করগুপ্ত, আপনারা আমাকে জানান, আপনাদের ডিসিশন কি। আপনারা এই পুতুল খেলা বিয়েটা এন্ড করতে চান, নাকি এটা টিঁকে থাক, সেই ইচ্ছে?"
গোপা আর সমর মুখ চাওয়াচাওয়ি করে। ডঃ গিরি সেটা দেখে বলেন, "ওকে, টেক ইওর টাইম। মিসেস সরকার, আপনারা, আপনি, স্পেশালি আপনার ছেলে, আপনারা কি চান? বাই দ্য ওয়ে, আপনার নামটা যেন কি বলেছিলেন?"
বনি গলা খাঁকড়ে বলে, "আ আমার নাম সায়ন সরকার। দেখুন ম্যাডাম... "
- "ওহ, আচ্ছা। তবে আমি ফার্স্ট আপনার ভাইয়ের ডিসিশন জানতে চাই। আপনার নামটা...."
- "ম্যাডাম, আমাদের সময় দরকার নেই। আসলে আপনার কথাগুলো, মানে এমন হঠাৎ, মিলির কন্ডিশন নিয়ে চিন্তায় বলতে গিয়ে গুলিয়ে যাচ্ছিল। বিয়েটা নিয়ে আমাদের কোনো মতামত নেই। আমরা ভুল করেছি এভাবে বিয়ে দিয়ে। এখন শুধু চাই মেয়েটা সুস্থ, স্বাভাবিক হয়ে উঠুক। তার জন্য যা যেরকম করলে ভালো হবে, আপনি তাই করুন।" সমর মাঝখানে বলে ওঠে।
- "বেশ, ভালো কথা। তার মানে, যদি মিঃ সরকার বিয়েটা ভেঙে দিতে চান, আপনাদের তরফে কোনো আপত্তি থাকবে না?" ডঃ গিরি পরিষ্কার করে প্রশ্ন করেন।
- "না ম্যাডাম। আমাদের তরফে কোনো আপত্তি নেই। আর বিয়েটা তো টিঁকেও নেই।" গোপাই এবার উত্তর দেয়। রনি মাথা নিচু করে চুপ করে আছে। সত্যিই তো বিয়েটা টিঁকেই নেই।
- "এবার আপনাদের মতটা শুনি, মিঃ সরকার, আপনি তো শুনেছি অদ্রিজাকে পছন্দ করেন না। তার মানে এই বিয়েটা আপনাদের তরফেও থাকছে না?"
- "না ম্যাডাম, পছন্দ অপছন্দের সহজ ইকোয়েশন নয়। বিয়ের আগে আর পরে, দু ক্ষেত্রেই কিছু সমস্যা হয়েছিল। আপনি হয়তো শুনেছেন। আমি সেই সিচুয়েশন ট্যাকল করতে পারিনি। তার ফলেই মিলির উপর আলটিমেট প্রেশার পড়েছিল। এখন আমি অনেকটা জেনেছি, বুঝতে পেরেছি। বিয়েটা ভাঙার কোনো প্ল্যান তাই আমার নেই।"
- "হ্যাঁ হ্যাঁ। বিয়ে ভাঙব না আমরা।" মণিকা ঝাঁপিয়ে পড়ে, রনির উত্তর ওকে সাহস দিয়েছে সবার সামনে।
- "বিয়ে ভাঙার প্ল্যান এখন নেই। কিন্তু ভবিষ্যতে? আপনি তো মেয়েটির সঙ্গে থাকতে চান না। এখন আমার হাতে দুটো অপশন আছে। আমি অদ্রিজার থেরাপি এভাবেই চালিয়ে যাব। সময়ের সঙ্গে সঙ্গে ওর বিয়ের কথাও মনে পড়বে। তখন আমরা ওর কন্ডিশন যেমন হবে, সেভাবে ওকে ডীল করব। বোঝাবো, দ্যাট ম্যারেজ ওয়াজ আ গ্রেট ডিজাস্টার অব হার লাইফ। কিন্তু তার দায় ওর নয়। এটা ওর জীবনের জাস্ট একটা এ্যাক্সিডেন্ট। এন্ড আই হোপ, আমি ওকে এই স্ট্রেস থেকে বের করতে পারব। বাট মিঃ...... "
ডঃ গিরি যেভাবে ওর সঙ্গে বিয়েটা থেকে মিলিকে বের করা জরুরি, সেটা চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরছেন, তাতে রনির মুখ বন্ধ হয়ে গেছে। তবুও কোনোমতে বলে, "আয়্যাম শ্রেয়ান সরকার।"
চলবে