- "এটা কি সম্ভব স্যার? আপনার নিজেরও কি মনে হয় না এর মধ্যে বিরাট একটা চাল আছে?" স্যার অর্থাৎ ডিআইজি বাসুদেব ধরের সঙ্গে সিদ্ধার্থর সম্পর্কটা যথেষ্ট সহজ। তবে এই মুহূর্তে ক্রাইম ব্রাঞ্চের নামী অফিসার সিদ্ধার্থ রায়ের চোখ কুঁচকে আছে। - "চাল তো আছেই, এত বিস্ফোরক তো এমনি এমনি আসেনি। আর আসবে খবরও ছিল। তোমাকে উড়িয়ে আনা হয়েছে সেজন্যই। চিতাও একটা আছে। এটা ফরেন্সিক কনফার্ম করেছে। লোকটি মারা গেছে চিতার আক্রমণে। কিন্তু এখানে চিতা থাকাটাও তেমন অস্বাভাবিক নয়।" বিডি অর্থাৎ বাসুদেব ধর বেশ শান্তভাবেই বলেন। - "এখানে চিতা থাকাটা অস্বাভাবিক নয়, সেকথা আমিও জানি স্যার। তবে অস্বাভাবিক হল সেই চিতার চিহ্ন খুঁজে না পাওয়ার গপ্পো।" সিদ্ধার্থর কথা শুনলেও টেবিলের পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে একটু যেন অন্যমনস্ক হয়ে পড়েছেন বিডি। - "তাই চিতা নিয়ে এই অদ্ভুত পরিস্থিতি কি করে উড়িয়ে দিই?" সিদ্ধার্থ স্যারের মনোভাব পড়ে নিতে চায়।
জঙ্গলের প্রহরী - 1
জঙ্গলের প্রহরী ১পর্ব - ১- এটা কি সম্ভব স্যার? আপনার নিজেরও কি মনে হয় না এর বিরাট একটা চাল আছে? স্যার অর্থাৎ ডিআইজি বাসুদেব ধরের সঙ্গে সিদ্ধার্থর সম্পর্কটা যথেষ্ট সহজ। তবে এই মুহূর্তে ক্রাইম ব্রাঞ্চের নামী অফিসার সিদ্ধার্থ রায়ের চোখ কুঁচকে আছে।- চাল তো আছেই, এত বিস্ফোরক তো এমনি এমনি আসেনি। আর আসবে খবরও ছিল। তোমাকে উড়িয়ে আনা হয়েছে সেজন্যই। চিতাও একটা আছে। এটা ফরেন্সিক কনফার্ম করেছে। লোকটি মারা গেছে চিতার আক্রমণে। কিন্তু এখানে চিতা থাকাটাও তেমন অস্বাভাবিক নয়। বিডি অর্থাৎ বাসুদেব ধর বেশ শান্তভাবেই বলেন।- এখানে চিতা থাকাটা অস্বাভাবিক নয়, সেকথা আমিও জানি স্যার। তবে অস্বাভাবিক হল ...আরও পড়ুন